আইন কি সাধারণ মানুষের অধিকার রক্ষা করে? নিরীহ মানুষের অধিকার ফিরিয়ে দেয় নাকি এক শ্রেণীর মানুষের সুবিধা ভোগের কৌশল?
হ্যাঁ আইন সাধারণ মানুষের অধিকার রক্ষা করে, নিরীহ মানুষের অধিকার ফিরিয়ে দেয় তবে শুধুমাত্র নামে। মুলত আইনের দোহাই দিয়ে এক শ্রেণীর মানুষ অতিরিক্ত সুবিধা ভোগ করে থাকে।
প্রাথমিকভাবে আমরা যা দেখি বা জানি তা হলো: অপরাধী অপরাধ করে বেড়ায় তাতে কিছু যায় আসে না, বিচারের নামে সাধারণ মানুষকে সাক্ষ প্রমাণের নামে হয়রানি করা হয়। অপরদিকে অপরাধী সাক্ষ প্রমাণ নিশ্চিহ্ন করতে নতুন করে অপরাধ অপরাধ সংঘটিত করে।
এখন আসি প্রতিবাদে : আপনি যখন প্রতিবাদ করবেন তখনই ঘটে বিপত্তি। আইন নিজের হাতে তুলে নেয়া অপরাধ। তাহলে আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন যে আইন কি প্রকৃত অপরাধীদের জন্য নয়, নাকি আপনারা তাদের অপরাধ করার লাইসেন্স/বৈধতা প্রদান করেছেন।
এসব প্রসঙ্গ পিছনে ফেলে অনেকে যারা বলেন দেশের আইন শৃঙ্খলা ব্যাবস্থা স্বাভাবিক আছে, তাদের কিছু বলার নেই কারন তারা এ সবকিছু জেনেই বলেন। কিন্তু যারা বলেন দেশের আইনশৃঙ্খলা ব্যাবস্থা অনেক ভালো আছে স্বাধীনতার গর্ব করেন তাদের বলবো। আইন শৃঙ্খলা ব্যাবস্থা স্বাধীনতার এতো গর্ব করেন তাহলে আপনাদের চব্বিশ ঘন্টা এতো বডিগার্ড ব্যাক্তিগত নিরাপত্তার প্রয়োজন হয় কেনো? যেদিন বডিগার্ড অতিরিক্ত নিরাপত্তা ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, স্বাধীনভাবে চলতে পারবেন সেই দিন স্বাধীনতার গর্ব করবেন। সেই দিন বলবেন দেশের আইনশৃঙ্খলা ব্যাবস্থা ভালো আছে সেটাই মানানসই হবে। তা ছাড়া এটাই বোঝা যাবে যে আপনারা শুধু নিজেদের কথা ভাবেন দেশের কথা ভাবেন না, দেশের জনগণের কথা ভাবেন না। আর কতোদিন দেশের মানুষকে বোকা বানিয়ে রাখবেন? আর কতোদিন সহজ সরল মানুষদের নিয়ে তামাশা করবেন?
