Important PHP Codes for WordPress Websites । ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ পিএইচপি কোড - Favorite Web

Favorite Web
24
0
Important PHP Codes for WordPress Websites । ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ পিএইচপি কোড - Favorite Web

চেকআউট পেইজ কোয়ান্টিটি চেইঞ্জ

এই php কোডটি ব্যাবহার করলে কাস্টমার চেকআউট করার সময় ও কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে


কাস্টম থ্যাংকইউ পেইজ

অর্ডার কনফার্ম করার পর কাস্টমারকে অন্য একটি পেইজে রিডাইরেক্ট করতে এই php কোডটি ব্যাবহার করতে পারেন। যেকোনো একটি পেইজ কাস্টমাইজ করে তার url-টা সুধু বসিয়ে দিলেই হবে


অটোমেটিক অ্যাড টু কার্ড

অটোমেটিক অ্যাড টু কার্ড করার জন্য এই PHP কোডটি ব্যাবহার করুন, এবং প্রডাক্ট আইডিটি পরিবর্তন করে দিন, যেই প্রডাক্টটি কাস্টমারের cart-এ অটোমেটিক যুক্ত করে দিতে চান।


আগের প্রোডাক্ট কার্ট থেকে রিমুভ

একই প্রডাক্টের বিভিন্ন প্রকার অফারের কম্ব প্যাকেজ বিক্রয় করার জন্য এই কোডটি ব্যাবহার করাহয়। যেমন একটি প্রোডাক্টের ক্যানটিটি অনুযায়ী যদি প্যাকেজ তৈরি করে অফার দেওয়া হয়। যদি তিনটা প্যাকেজ তৈরি করা হয় তখন কাস্টমার কিন্তু সর্বোচ্চ অফারের প্রডাক্টটি অর্ডার করবে বা যেকোনো একটি অর্ডার করবে, একসাথে সবগুলো কিন্তু অর্ডার করবেনা। বেশিরভাগ ল্যান্ডিং পেইজে আগের থেকে একটি প্রোডাক্ট অ্যাড করে দেওয়া হয়, কাস্টমার যদি অন্য একটি প্যাকেজ নিতে চায় তাহলে কার্টে ২টা প্রোডাক্ট হয়ে যাবে, কাস্টমারকে ম্যানুয়ালি আগের প্রডাক্টি রিমোভ করতে না হয় তার জন্য এই কোড ব্যাবহার করা হয়। এটি ব্যাবহার করলে আগের অ্যাড করা প্রডাক্ট অটো রিমুভ হবে এবং নতুন প্রডাক্টি কার্টে যুক্ত হবে

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !