Important Script for Google Sheet I গুগল শিটের জন্য গুরুত্বপুর্ন স্কিপ্ট - Favorite Web

Favorite Web
0

Auto Highlight Active Cell Row and Column

এক্সেল শিটে কাজ করার সময় আমরা অনেক সময় বুঝতে না পেরে বা ভুল করে এক সারির ডেটা অন্য সারিতে লিখে ফেলি। ফলে সঠিক রেজাল্ট পাইনা। পুনরায় সবকিছু চেক করে ভুল খুঁজে বের করে সমাধান করতে হয়, অথবা নতুন করে শুরু করতে হয় যা সময় সাপেক্ষ এবং বিরক্তিকর। এই ধরনের সমস্যার সমাধান পেতে নিচের স্কিপ্ট টি ব্যাবহার করে নির্ভুলভাবে কাজ করা সম্ভব। নিচের নির্দেশনা অনুসরণ করে স্কিপ্ট টি ব্যাবহার করুন

Excel অথবা Google Sheet - এ এক্টিভ Cell এর Row এবং Column কে অটোমেটিক হাইলাইট করতে নিচের স্কিপ্ট টি কপি করুনঃ

যেভাবে গুগল শিটে স্কিপ্ট ইন্সটল করবেন

Extension এ ক্লিক করে Apps Script এ ক্লিক করুন

তারপর আগের কোডটি মুছে নতুন কোডটি পেস্ট করুন

তারপর Save করে দেখুন কাজ হয়ে গেছে

জেনে নিন কে কখন আপনার গুগল শিট এডিট করেছে

আমরা অনেকেই অফিসিয়াল বা যেকোনো ডাটা সংগ্রহের ক্ষেত্রে গুগল শিট ব্যাবহার করে থাকি। গুগল শিটে ব্যাক্তিগত বা দলগত ভাবে ডাটা সংগ্রহ করা জায়। দলগতভাবে যখন কোন কাজ করি তখন কে কোন কাজটি করেছে সেটা জানা কঠিন হয়ে যায়। ফলে জবাবদিহিতা, ভুল সংশো্দিহিতা,নিয়ন্ত্রন করা দুষ্কর হয়ে পরে। যদি আপনি জানতে পারেন কে কোন ভুলটি করছে তাহলে তার সংশোধন এবং নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যাবে। আপনারা এই কোডটি ব্যাবহার করে খুব সহজে সকল এ্যাক্টিভিটি দেখতে পারবেন।

উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী স্কিপ্ট ইনস্টল করার পর Executions এ ক্লিক করলে সকল ডিটেইলস দেখতে পাবেন

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !