জীবনের হিসাব বীজগণিতের সূত্র দিয়ে করলে যা হয়...
ভালো = (+)
মন্দ = (-)
যুদ্ধ = (×)
জয় = (answer)
- × - = +
+ × + = +
+ × - = -
মন্দ মানুষ মন্দ মানুষের মাঝে যুদ্ধ হলে উভয়েই ধংস হয় তাই ভালো মানুষের জয় হয়।
ভালো মানুষ ভালো মানুষের সাথে যুদ্ধ হলে কোন ক্ষয়ক্ষতি হয়না তাই কেউ পরাজিত হয় না, উভয়ের'ই জয় হয়।
ভালো মানুষ আর মন্দ মানুষের মাঝে যুদ্ধ হলে মন্দ মানুষের জয় হয়।
