বিনিময়/প্রতিদান/ত্যাগ
give and take এর দুনিয়ায় কেউ ত্যাগ স্বীকার করে না, আর উপকারের প্রতিদানে অপকার করে।
বিনিময়: চুক্তিবদ্ধ ভাবে কোনকিছু আদান প্রদান করা হলে তাকে বিনিময় বলে। এখানে উভয়ের স্বার্থ থাকে।
প্রতিদান: শর্তবিহীন কাউকে কোনকিছু প্রদান করা হলে বিনিময়ে সে ব্যক্তি স্ব-ইচ্ছায় যা প্রদান করে তাকে প্রতিদান বলে।
ত্যাগ: নিস্বার্থ ভাবে কোন কিছু অর্থাৎ সম্পদ, পন্য, সেবা ইত্যাদি প্রদান করা হলে তাকে ত্যাগ বলে।
আমাদের উদ্দেশ্যে: বর্তমানে খুব বেশী পরিমাণে লক্ষ করা যাচ্ছে যে কিছু নিম্নশ্রেণীর লোক ভাষায় অপব্যবহার/ভুল ব্যবহার করে নিজেদের মহৎ ভাবে উপস্থাপন করে তার প্রতিরোধ করা।
