ভালোবাসা/ভোগ

Md Abdullah Al Muti
0

ভালোবাসা নাকি ভোগ

ভালোবাসা নাকি ভোগ কখনো ভেবে দেখেছেন। বর্তমান ভালোবাসা ভোগের অপর নাম। ভালোবাসা শব্দটি ব্যবহার করে ভোগের বৈধতা প্রদান করাহয় যদিও তা অবৈধ হয়। যাইহোক এ নিয়ে আর কয়জন ভাবে তবে অনেকে বিভ্রান্ত হয়েও এদিকে পা বাড়ায়। আজকে আমি আপনাদের বিভ্রান্ত দূর করে ভোগ আর ভালোবাসার পার্থক্য উদাহরণ সহ বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো। 

আপনারা হয়তো অর্থনীতিতে ভোগের সংঙ্গা পড়েছেন, কিন্তু এখানে আমরা অর্থনীতির ভোগের সংঙ্গা উল্লেখ করবোনা, কারন অর্থনীতিতে ভোগের সংগা আছে কিন্তু ভালোবাসার সংগা নাই, আর আমরা এখানে ভালোবাসা আর ভোগের পার্থক্য আলোচনা করবো 

ভোগ: নিজের বাহ্যিক বা শারীরিক চাহিদা মেটাতে আমরা যা যা ব্যাবহার করি এবং সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করার প্রয়োজন মনেকরি তাকে ভোগ বলে। 

ভালোবাসা: ভালোবাসায় ভোগ এবং ত্যাগ একত্রে বিদ্যমান থাকতে পারে, তবে ত্যাগ'ই এর মুখ্য উদ্দেশ্য। ভালোবাসা হলো মনের বন্ধন বা মায়াজাল যার কোন সীমারেখা নাই। তাই ভালোবাসা দুরত্ব, ব্যাবধান ভুলিয়ে দেয়। সময়ের পেরিয়ে যায় কিন্তু ভালোবাসার বন্ধন অটুট এবং নিবিড় হয়। অর্থাৎ যে মায়ার বন্ধনে আবদ্ধ হলে অন্যের সুখ'ই নিজের সুখ মনেহয় এবং অপরের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে দুঃখকে বরন করে নেয়া হয় তাকেই ভালোবাসা বলে। 

ভালোবাসা ৩ ধরনের: 

১ম শ্রেণীর: অপরের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে। 

২য় শ্রেণীর: অন্যের সুখ'ই নিজের সুখ মনে করে। 

৩য় শ্রেণীর: অপরের ব্যাথায় ব্যথিত হয়।

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !