সুখ
সুখ ধনী গরীব সকলের জীবনেই থাকে, ধনসম্পদের পিছনে ছুটে আমরা তা হারিয়ে ফেলি। কারন সুখ কি আমরা বুুঝিনা, তাই ধনসম্পদের উপর ভিত্তি করে সুখ দুঃখের বিচার করি। কিন্তু ধনসম্পদে সুখ থাকেনা বরং ধনসম্পদের ভিরে সুখ হারিয়ে যায়। সুখ হলো মনের খোরাক, ইতিবাচক (positive) অনুভূতি এর জন্ম দেয়।
তাই অন্যকিছুতে সুখ না খুজে আমাদের চিন্তা ধারার পরিবর্তন করি, তাহলে সুখ নিজে থেকেই আমাদের কাছে ধরা দিবে।
