স্বপ্ন
স্বপ্ন কখনো চাঁদের মতো, কখনো মরীচিকার মতো। কখনো কারো জীবন আলোকিত করে, কখনো কাওকে দিশেহারা করে। আবার কখনো কারো জীবন আধারে ঢেকে দেয়। স্বপ্ন কখনো কাওকে ধরা দেয়না, আবার কাওকে নিরাশ করেনা। স্বপ্ন বেচেঁ থাকার অনুপ্রেরণা যোগায় সকল ব্যাথা ভুলে আমাদের বাচতে শিখায়।
স্বপ্ন সফল হয় অর্থাৎ জীবনকে আলোকিত করে উপযুক্ত প্রচেষ্টার এরং আত্মবিশ্বাসের কারণে তবে এতে ভাগ্যের সমর্থন (support) থাকা জরুরী।
