কমার্শিয়াল, বিজনেস বা দলীয়ভাবে কাজ করার জন্য এবং অবজার্ভ করার জন্য HTML ফর্ম Google Sheets এ কানেক্ট করা খুবই গুরুত্ব পুর্ন। কারন Gmail এ রেসপন্স নিলে তা সবাই দেখতে পারেনা, অফিসিয়াল মেইল ব্যাবহার করলেও এই মেইলগুলো খুজে পেতে সমস্যা হয়। খুজে পাওয়া গেলেও সেখানে রিমার্কিং করা যায়না Google Sheets এ নিয়ে রিমার্কিং করতে হয়। সরাসরি Google Sheets এ রেসপন্স নিলে সেক্ষেত্রে অনেক ঝামেলা কমে যায়।
প্রথমে যে Sheets এর সাথে কানেক্ট করবেন ওই Sheets টা ওপেন করে নিন। তারপরে Extensions থেকে Apps Script এ ক্লিক করুন। তারপর নিচের কোডটি কপি করুন, উল্লেখিত কোডগুলো পরিবর্তন করুন
তারপর একটি স্কিপ্ট তৈরি করে কোডটি পেস্ট করে Deploy করুন, সেক্ষেত্রে যে পারমিশন চায় দিয়ে দিন, তারপর script url টি কপি করে রাখুন। তারপর HTML এর form name='google-sheet' দিন এবং method="POST" না থাকলে এটি যুক্ত করুন তারপর নিচের javascript কোডটি কপি করুন
তারপর এটিকে form ট্যাগের নিচে past করে script url টি পরিবর্তন করে Save করুন, এরপর থেকে যদি কেউ ফর্ম Submit করে সেটি Google Sheets এ যুক্ত হবে।