I made an amazing landing shop page in WordPress - ওয়ার্ডপ্রেসে অসাধারণ একটা ল্যান্ডিং শপ পেইজ বানালাম

Favorite Web
0

আকর্ষণীয় ফিচার এবং সবচেয়ে কম প্লাগইন দিয়ে ওয়ার্ডপ্রেসেই চমৎকার একটি ল্যান্ডিং শপ পেইজ বানিয়ে দিলাম।

ফিচারঃ এই ওয়েব সাইটটি হলো একটি ওয়ান পেইজ ল্যান্ভিং পেইজ, এই ওয়েবসাইটে সিংগেল প্রডাক্ট এবং একই প্রডাক্টের বিভিন্ন প্রকার বিভিন্ন অফারের কম্ব প্যাকেজ বিক্রয় করা হয়। কার্টে যুক্ত না করেই সরাসরি অর্ডার করার সুযোগ। ধরে নিলাম ৩টি প্যাকেজ তৈরি করা হয়েছে, একটাতে একপিস মাত্র ৫০০ টাকা, দুই পিস প্রডাক্টের কম্ব ৯০০ টাকা এবং ৩ পিস প্রডাক্টের কম্ব প্যাকেজ ১২০০ টাকা। আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে আসবে সে একপিস হলেও কিনবে অথবা আমাদের কম্ব প্যাকেজের অফার গুলো দেখতে পারবে এবং অর্ডার করতে পারবে। তাই ওয়েবসাইটে ১ পিস প্রডাক্ট অটো এ্যাড টু কার্ড থাকবে। যদি কেউ ৩ পিসের প্যাক নিতে চায় তাহলে সেতো আর এক পিসের টা নিবেনা তাই ৩ পিসের টা অর্ডার করতে গেলে এক পিসের টা কার্ট থেকে রিমুভ হয়ে যাবে।

ধরা যাক কাস্টমার ৩ পিসের প্যাকেজটি নিতে চাইলো সাথে ১ পিসের একটা অটো সিলেক্ট হয়ে গেলো এতে কাস্টমার দ্বিধাদ্বন্ধে পরতে পারে তাই এই কোডটি ব্যাবহার জরুরী।

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !