Windows cannot be installed to this disk Problem solving - Favorite Web

Windows cannot be installed to this disk Problem solving - Favorite Web
Windows দেয়ার সময় আমরা অনেকেই একটা সমস্যা সম্মুখীন হই সেইটা হলো Windows cannot be installed to this disk এই লেখাটা আসার পর আমরা আর পরবর্তী ধাপে যেতে পারিনা এবং \\C ড্রাইভ ফরম্যাট করার জন্য পিসি আগের অবস্থায় ফিরিয়ে আনতেও পারিনা। এই সমস্যার সমাধান দুই ধরনের হতে পারে তবে আজ আপনাদের সহজ সমাধানের পদ্ধতিটি শিখিয়ে দিবো।
১। পেনড্রাইভকে পুনরায় boot করা পার্টিশন টাইপ GPT দিয়ে বুট করা থাকলে MBR দিয়ে পুনরায় boot করে নেওয়া। এখুন সমস্যা হলো যে তারজন্য আপনাকে আর একটি পিসির সাহায্য নিতে হবে, এবং ISO ফাইলটি পুনরায় যোগার করতে হবে। এইটা তো একটা জটিল প্রোসেস, ২ নাম্বার প্রসেস অনুসরণ করে খুব সহজেই অন্য কোন পিসির সাহায্য ছাড়া এই কাজটি করা যাবে।

২। দ্বিতীয় প্রোসেসটা হলো আপনার HDD বা SSD এর পার্টিশন পরিবর্তন করে ফেলা। খুব সহজে কয়েকটা comand ব্যাবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে এটা করা যায়। প্রোসেসটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি।

  • Shift + F10 ক্লিক করে comand prompt ওপেন করুন,
  • diskpart লিখে Enter করুন,
  • list disk লিখে Enter করুন,
  • Select disk এর পর যেই disk বা drive এর পার্টিশন পরিবর্তন করতে চান তার নাম্বারটি দিন, যেমন select disk 0 লিখে Enter করুন,
  • clean লিখে Enter করুন,
  • convert GPT লিখে Enter করুন,

disk partition GPT তে Convert হবার পর নতুন পার্টিশন তৈরি করতে পারবেন এবং খুব সহজেই Windows Setup করতে পারবেন।

إرسال تعليق